ঘরখানায় এ কে বিরাজ করে


মূরশেদূল কমরাজ


সাধরের সাধনাই হরলা ‘স????ান’। সরযের স????ান, সু-পরের স????ান, গুরুর স????ান, পররমর স????ান সরিোপবর বনজরে স????ান। এই স????ান, অনুস????ান, আত্মানুস????ারনই সাধরের জীিন আিযে। বেন্তু বেরূরপ এই স????ান? কোন মরয এই স????ান? কোন পরে এই স????ান?
এই স????ারনর ধারা বে? এই স????ারনর রীবয বে? কোন কোন ধারপ সাধে এবিরয় যায়? কশরে সাধে বে প্রাপ্ত হয়? প্রাবপ্তর পরই িা বে হয়? আর ৌ কোরনা প্রাবপ্ত বে আরে? এই রূপ নানান সি প্রশ্ন সাধাররের মরন কযমন উ য় হয়। কযমবন িরিেে মহরলও ররয়রে এর চচো।
সাধনার ধারা বিন্ধ হরলও কখাোঁজ, স????ান, অনুস????ান অেোৎ িন্তিে মূলয এেই। সেরলই কশে পযেন্ত কসই যত্ত্বরেই িুঝরয চায়; যা িুঝরল সেল বেেুই কিাঝা যায়। মরনর কঘার আর োরে না। আর কসই যত্ত্বরে িুঝরয নানান ময-পরের মানুে বনজস্ব বিবধবিধান, রীবযনীবয, আচার-অনুষ্ঠান, উপাসনা-আরাধনা পালন েরর োরে।
কয সযেরে সাধে অনুস????ান েরর। কসই সযেরে কেউ কেউ জ্ঞান ব রয় িুরঝ বনরয চায় েড়ায়-িণ্ডায়। খুোঁরজ কিড়ায় যুবি-যেে-প্রমাে। আিার কেউ িরল েমেই ধমে। যরি কসই েমে হরয হরি ফরলর আশা মুি। অেোৎ বনষ্কাম েমে।
এই সেল িারী িারী েো-োরজ যার র মবয হয় না। যারা িরল িবিরযই মুবি। িবিপূেে হৃ য় যার, যারই হয় প্রাবপ্ত। িবিশূনে হরল িারির উ য় হয় না। আর িাি-িবি বিন্ধ কপ্রম হয় না। আর কপ্রম না হরল, কপ্ররমর কপ্রবমে না হরল সেল সাধন-িজনই িৃো।
আর এই কপ্রবমে হরয় উঠার জনে কসই েয শয-সহ¯্ র োল আরি কেরেই মানুে েয বেই-না েরর চরলরে। বেন্তু এই কপ্রম বে? বে েররই িা কপ্রবমে হরয হয়! এই কি কিাঝা সাধাররের েমে নয়। সাধাররের ধমেও নয়। কোন কপ্ররমর কপ্রবমে হরয় উঠরল সাধে মহাসাধরে পবরেয হয়; যা িুঝরয কিরল বনরজরে জানার পরে হাোঁটরয হয়।
হরয় উঠরয হয় সাধে। হরয় উঠরয হয় স????ানী, আত্মানুস????ানী। আর িবিিার স????ানী হওয়ার প্রেম ধাপই হরলা আ ি। অেোৎ বিনয়ী হওয়ার োয় াোনুন। বিবধবিধান জানা। বিনয়ী না হরল। সমবপেয িাি না জািারয পাররল। মরন িবিিারির উ য় হয় না। আিার িবিিারির উ য় না হরল বিনয়ী হওয়াও েঠিন হরয় যায়।
যাই এোধারর সাধেরে িবি ও বিনয় বনরয় এবিরয় কযরয হয় সাধন পরে। আর এই যাত্রায় সাধরের সামরন আরলােিবযেো হরয় আবিেিূয হয় গুরু। গুরু িিরে বনরয় যায় কসই সরযের ব রে। বেন্তু এই সযে বে? কসই গুরু কে? যা কেউ খুরল িলরয পারর না। এই সযেরে বনরজরেই বনরজ অনুধািন েরর কজরন বনরয হয় এোরন্ত।


কসই সরযের েো িেি েরার িাো না োেরলও। কসই সরযের ব রে এবিরয় যাওয়ার পরের ব শা সাধে যার িি-অনািয িির র উরেরশে ব রয় যান বনজস্ব িাোয়। বনজস্ব শরে। বনজস্ব সুরর। বনরজর আচররে। আচার-িেিহারর।
সাধরের সেল বেেুই এেই সারে প্রোশে এিং গুপ্ত। এই প্রোরশর িাো এরযাটাই বিন্ধ কয, যা প্রোবশয োোর পরও কেরে যায় গুপ্ত। কস িাো িুঝরয না পাররল। কসই শরের কি অনুধািন েররয না পাররল। কসই সুরর হাবররয় কযরয না পাররল কসই িাো কিাঝা অস????ি।
িলা হরয় োরে, সাধেরা হরলা শে-েন্দ-সুররর োবরির। যারা শে-েন্দ-সুররে আপন দ্ক্ষযায় বিবনেমাে েররন। শরের মারঝ ব্রহ্মাণ্ডসম যত্ত্বও আড়াল েররয যারা বসদ্ধহস্ত। যার যল খুোঁরজ কপরয পবণ্ডয মহলরেও িহু োঠখড় কপাড়ারয হয়। যারপরও বে যার মমে জানা যায়?
সাধেরা যার র িােী-প -রচনা-আচররের কিযর ব রয় যার র প্রাবপ্তর বিেয়াব িেি েরর চরলন। স????ান ব রয় যান- বে স????ান েররয হরি। বে েরর স????ারন নামরয হরি। আর স????ান কপরলই িা বে েররয হরি।


সাধেরা, কয স????ারনর েো িরল চরলন, িরল কিরেন, িরল যারিন। কসেো কিাধ-িুবদ্ধ বিচার-বিরিচনা বিনয়-িবি শ্রদ্ধা-সমপেে-কপ্ররমর বিবিরয কযািীরা িুঝিার কচষ্টা েরর। আর কিািীরা বি ো-িুবদ্ধ অহং-বহংো রাি-কেে মায়া-কমাহ করাধ-োম ইযোব ব রয় িুঝিার কচষ্টা েরর।
করািীরা কচষ্টা েরর হযাশার কিযর ব রয় িুঝরয। িায-পীয-েরফর মরধে ব রয়। মারন ঐ। আমার বে হরি কিা! আমার কযা বেেুই হরলা না কিা! ইযোব ইযোব ইযোব । আিার বিেয়টা কযািী-কিািী-করািীরে যোররম সাবত্ত্বে-রাজবশে-যামবসে গুরের মানুরের সারেও বমবলরয় ক খা যায়।
সাধরের কসইসি শেমালারে িোেররে কফরল। নানান িাোর অবিধারনর সারে বমবলরয় এে ধররের সামাবজে অেে খুোঁরজ কপরয় অরনরে আনরন্দ আত্মাহারা হরয় উরঠ। সাধরের হাজার হাজার িেররর গুপ্ত যত্ত্ব িুরঝ কফরলরেন কিরি াপরট পে চরল। কসবমনার-বসরফাবজয়াম-সাবমট েরর।
পবররশরে যার র মরধেই যারা িুঝরয পারর ‘এ কেিলই যার র অহং’। অহং বিন্ধ আর বেেু নয়। যখন যারাও নমনীয় হয়। যারাও সাধে ধারায় জীিন চালারয শুরু েরর। যারাও েররয শুরু েররন স????ান, অনুস????ান, আত্মানুস????ান।
যরি সেল সময়ই পবণ্ডয-জ্ঞানীগুেী অেোৎ প্রোিয প্রাবযষ্ঠাবনে বশবষযর র জনে এই পে কিশ েঠিন। পবণ্ডযর র মরন যেে স্বিাি কেরেই যায়। কেরে যায় বমবলরয় ক খিার – যুলনা েরিার প্রিেযা, জয়ী হওয়ার িািনা। যারপরও অরনে ‘জ্ঞানী-গুেীজন’ এই সেল প্রবযি????েযা কপেরন কফরল সাধন পরে ঠিেই এবিরয় চরল।
বেন্তু যারা অহং মুি হরয পারর না, যার র োরে সাধরের কসই স????ারনর িাি-িস্তুর কখাোঁজ পাওয়া েঠিন হরয় উরঠ। অহং প্রেৃযপরষ কোোও কপৌোঁোরয ক য় না। কস এে জায়িায় বির েরর রারখ। আর অহঙ্কারী িািরয শুরু েরর, কস সেল সযে িুরঝ কফরলরে। এই কয ‘সি িুরঝ কফলার িাি’ -এটাই অহং।
এই িািই পবণ্ডযরশ্রেী োটিরয় উঠরয পারর না সহরজ। প্রোিযিারি রীবযনীবয কমরন সাধে বহরসরি পবরবচয প্রাপ্ত হরলও অহং যার র বপেু োরড় না। আর অহং যারে মুরড় রারখ যার মারঝ সযে প্রোশ হরয পারর না। সযে-সুপে যারই শেন হয়- কয সহজ হরয পারর। এটাই িরল িাংলার শেন।
বিষ্ট জরেরও েরয়ে’শ িের পূরিে সররটিস িরলরেন, “কনা াইরসলফ”। যব ও িলা হয় আররা প্রাচীনোরল কোরনা এে উপাসনালরয়র িারয় এই িােী বলখা বেল। কসই িােীখানা সররটিরসর মুরখ পুনজেনম পায়।
আিার এেই েো পাওয়া যায় িারযীয় শেরনও। কসখারনও িলা হরয়রে ‘আত্মানং বসবদ্ধ’। অেোৎ ঘুরর বফরর এেই েো ‘বনরজরে জারনা’।
এই বনরজরে জানার েো নযুন কোরনা েো নয়। প্রাচীনোল কেরেই সাধেরা এই বনরজরে জানার স????ারন পে চলরে। পুোঁবেপরত্র যা আররা পরর িবেেয হরয়রে। বচবত্রয হরয়রে। রবচয হরয়রে। আর এই বনরজরে জানরয বিরয় কয সেল প্ররশ্নর সম্ভুখীন হরয হয়, ফবের লালন সাোঁইবজ যা বিস্তারর িরলরেন এইিারি-
আমার এ ঘরখানায় কে বিরাজ েরর।
আবম জনম ি’কর এেব ন না ক খলাম যারর।।
নরড়চরড় ঈশান কোরে
ক খরয পাইরন দুই নয়রন,
হারযর োরে যার িরির হাট-িাজার
আবম ধররয কিরল হারয পাইরন যারর।।
সরি িরল, প্রাে-পাখী
শুরন চুরপ কচরপ োবে,
জল বে হুযাশন, মাটি বে পিন
আমায় কেউ ব ল না বনেেয় েরর।।
আপন ঘররর খির হয় না
িাঞ্চা েবর পররে কচনা,
লালন িরল পর িলরয পররমশ্বর
কস েী রূপ আবম েী রূপ কর।।
প্রেৃযপরষ সাোঁইবজর এই পর র পর আর বিরশে বেেু িলিার োরে না। িাবেটা িািার বিেয়। িিীরর ডুি ক য়ার বিেয়। আর ডুিরয কিরলই পাওয়া যায় হাহাোর জািারনা কসই প্রশ্ন- ‘আমার এ ঘরখানায় কে বিরাজ েরর’? প টি িহুল প্রচাবরয িরল, লাইনখানা প্রেরম সহজ কঠেরযও পারর।
বেন্তু এেটু িািরয কিরল পারয়র যলায় আর িূবম োরে না। কয ঘর আমার িরল আবম িাবি িা জাবন িা মাবন বেংিা ািী েবর। কসই ঘরর প্রেৃযপরষ কে িাস েরর, কে বিরাজ েরর। যা আমরা বনরজরাই জাবন না। আশ্চযে িরট। আমরা কয ঘর আমার িরল অহঙ্কারর ডুরি োবে। কস ঘরর িসিাস েরর অনে কেউ! যার সারে আমার র পবরচয় হয়বন এখরনা!!


কশে চররে এরস সাোঁইবজ িলরেন, ‘আপন ঘররর খির হয় না/িাঞ্চা েবর পররে কচনা’। অেোৎ বনরজর ঘররর খিরই জাবন না। বেন্তু পররে কচনার জনে জীিন োটিরয় ক ই। মারঝ িলরেন, ‘জল বে হুযাশন, মাটি বে পিন/আমায় কেউ ব ল না বনেেয় েরর।’
আমার কয ঘর, যারে আবম বচবন না। কসখারন কয িাস েরর যাররও বচবন না। জাবন না। আিার আমারে বচনিার জনে যা কেউ বনেেয়ও েরর ক য় না। কেউ িুবঝরয় িরলও না। আসরল সযেটা বে? কয আমার ঘরর বিরাজ েরর যারর জীিন ির ক খরযই কপলাম না।
এই কয আরষপ। এই আরষপই সাধরের পে চলার অনুরপ্ররো। এই আরষপই সাধেরে বিনয়ী েরর। নয েরর। সমবপেয েরর। এই না পাওয়ার আরষপ সাধেরে দুিেল েরর না। পে বিমুখ েরর না। ির???? যারে বনরি েরর। শান্ত েরর। এোগ্র েরর। বনরজরে কখাোঁজার জনে বনরজর মারঝ বিবলন হওয়ার পে ক খায়।
বহমালয় কেন্দ্র েরর কয িূবম রমশ সমুরের ব রে যাত্রা েরররে। কসই িূবমর শেন এমনই। কযখারন হাউহাউ েরর োোঁ রয িলা হয় বন। অনিেল প্রশ্নিাে িেেে েররযও িলা হয় বন। উৎভ্রারন্তর মরযা ব ে-বিব ে েুরট চলার উপর শ ক য়া হয়বন। িলা হরয়রে স????ান েররয। বনরজরে স????ান েররয। কসই বনরজরে স????ারনর মধে ব রয় ব্রহ্মারণ্ডর সযেরে অনুধািে েররয।
এই বহমালয় কেরে কনরম আসা জনপ আধোবত্মেযায় এমন এে অননে উচ্চযায় অসীন হরয় আরে। যারে চট েরর নােচ েরর ক য়া কিশ েঠিন। োরে এই িূবমরয যুরি যুরি প্রাবযষ্ঠাবনে ময-পরের কযমন বিনোস ঘরটরে। কযমবন টিরে আরে প্রােৃবযে ধমেও।
সামরন বিস্তৃেে সমুে আর কপেরন আড়াল েরর রাখা বহমালরয়র মারঝর কয সংস্কৃবয। যার কোনটা কলারো আর কোনটা মূলধারা যা বনেেয় েরা কিশ েঠিন। িারংিার বির শীর র শাসরন মূলধারা হরয়রে কোনঠাসা। কপরয়রে কলারো নারমর যেমা। আর িাররিারর বির শী সংস্কৃবয মূলধারায় আসন েরর বনরয়রে।
যরি স????ান েররল ক খা যায় এই অ????রলর িানীয় সংস্কৃবযর সারে িািিার র সম্পেে বনবিঢ়। যাই এই সংস্কৃবযরে িুঝরয কিরল িািিা কিাঝাটা জরুরী। আর িািিা িুঝরয কিরল িুঝরয হরি- ‘ঘরখানায় এ কে বিরাজ েরর’।
কলখে : g~‡k©`~j ‡givR, কলাে সাধে ।
maraz_dhaka@yahoo.com
voboghurekotha.com